তিনি আরও বলেন, ‘সরকার ১১টি সংস্কার কমিশন করেছে। একটা ঐকমত্য কমিশন হয়েছে। এর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে কতগুলো মৌলিক সংস্কারের বিষয়ে একমত হওয়ার চেষ্টা চলছে। এর ভিত্তিতে সুপারিশ মালা প্রণয়ন করা হবে। এটা জাতীয় সনদে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এটা রাজনৈতিক দলগুলো মেনে চলতে বাধ্য হবে।’
তিনি বলেন, ‘আমরা সংবিধান সংশোধনের কথা বলছি, কতগুলো মৌলিক সংস্কারের হচ্ছে। সংবিধান হল জনগণের মতামতের প্রতিফলন, জনগণের অধিকারের রক্ষাকবচ। জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই আমরা সুজনের পক্ষ থেকে সারাদেশে ১৫টি এই ধরনের সংলাপের আয়োজন করা হয়েছে।’
এই সংলাপে সভাপতিত্ব করেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলার সভাপতি গাজী জাহিদ হোসেন। এতে বরিশাল মহানগরী, বিভিন্ন জেলার সামাজিক সংগঠন, শিক্ষক, নারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।