বৈষম্যবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা তাপস সাহা গ্রেপ্তার

মানিকগঞ্জ
গ্রেপ্তার তাপস সাহা
এখন জনপদে
0

বৈষম্যবিরোধী মামলায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি তাপস সাহাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

গতকাল (রোববার, ২০ জুলাই) রাত ৮টার দিকে জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (সোমবার, ২১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

তিনি জানান, তাপস সাহার বিরুদ্ধে একটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের সহিংসতার মামলা রয়েছে। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে।

এনএইচ