ছামীমের মা জুলেখা বেগমের চোখ থেকে থামছে না অশ্রু, মনের ক্ষত এখনও গভীর। সাত মাস আগে স্বামী হারিয়ে যখন একটু সামলে উঠার চেষ্টা করছিলেন, তখনই জীবন যেন এক আঘাতে দুই বড় দুঃখ তুলে দিলো।
ছামীম ছিলেন পড়াশুনায় মেধাবী, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। সেই আলো আচমকা নিভে গেলো দুর্ঘটনায়। এখন গোটা পরিবার শোকাহত, হারানোর কষ্টে যেন হৃদয় থামার পথে।
স্থানীয়রা বলছেন, ছামীম ছিল ভালো ছাত্র, ভাল ছেলে। ওর স্বপ্ন ছিল বড় হওয়ার, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। তার মামাতো ভাই আব্দুল্লা হুসাইন জানান, আমাদের ছোটবেলা একসঙ্গে কাটতো, এখন সে নেই, ওর জন্য আমার চোখের জল থামছে না।
মামা সাইফুল ইসলাম বলছেন, ‘ওর মৃত্যুর খবর আমাদের পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, যেন আর কোনো পরিবার এমন বেদনায় না পড়ে।’
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।