নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
এখন জনপদে
0

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহিদুল ইসলাম, তার স্ত্রী শেলি, শেলির বোন আঞ্জুমান আরা, তার বোন আন্নি, খালা লিমা ও আনু বেগম। নিহত সকলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকা।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে আরো ১ জনের মৃত্যু হয়েছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ