পুলিশ জানায়, ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে আরো ১ জনের মৃত্যু হয়েছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।