'এনসিপি সব সিন্ডিকেট ভেঙে চাঁদাবাজ-দখলদার মুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে'

এনসিপির কর্মসূচি
রাজনীতি
5

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব সিন্ডিকেট ভেঙে চাঁদাবাজ-দখলদার মুক্ত সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে দলের সদস্যসচিব আখতার হোসেন জানান, নতুন সংবিধান প্রণয়নসহ দখলদার রাজনীতির বিরুদ্ধে এনসিপি কঠোর অবস্থানে রয়েছে। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জানান, মাইলস্টোন ট্র্যাজেডি আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দিচ্ছে।

খোয়াই নদীর তীরবর্তী শহর হবিগঞ্জে ২৪তম দিনের জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতারা। নানা স্লোগানে মুখর সার্কিট হাউজ থেকে টাউন হল, এনসিপির পদযাত্রায় ব্যানার-পোস্টারে লোকে লোকারণ্য।

দিনের দ্বিতীয় জেলার কর্মসূচির শুরুতেই এনসিপির যুগ্ম-আহ্বায়ক জানান, দেশের মর্যাদার প্রশ্নে- আপোস করবে না তার দল। দলটির সদস্য সচিব জানান, দখলদারের রাজনীতির বিরুদ্ধে তাদের অবস্থান সুস্পষ্ট।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘হাট, মাঠ, বাজার, চাঁদাবাজি-দখলদারিত্বের রাজনীতির পরিবর্তে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের পলিসি নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

এনসিপির যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা যদি সরকার গঠন করি তাহলে দক্ষিণ এশিয়াতে এনসিপির হাত ধরে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে।’

সবার জন্য অভিন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নতুন বাংলাদেশে সব সিন্ডিকেট ভেঙে চাঁদাবাজ-দখলদার মুক্ত সুন্দর দেশ বিনির্মাণে কাজ করবেন তারা।

নাহিদ ইসলাম বলেন, ‘এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদ যে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজি-দখলদারিত্বের রাজনীতি ফিরে আসছে, আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। আমরা মনে করি, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে একতা, যে সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে, সে সংহতি ঐক্য আমাদের ধরে রাখতে হবে।’

এর আগে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে সমাবেশে যোগ দেয় এনসিপি। এসময় মাইলস্টোন ট্র্যাজেডি ফ্যাসিস্টের পুনর্বাসনের সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী (স্বাস্থ্য উপদেষ্টা) হচ্ছেন বাংলায় অনার্স। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালনা করতে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে।’

সমাবেশে নাহিদ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে সারাদেশে গ্যাস সরবরাহ করা হলেও বঞ্চিত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। এ বৈষম্য আর সহ্য করা হবে না।’

দিনের শুরুতেই ২২ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত করেন কেন্দ্রীয় নেতারা। সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের মহাসচিবের সাথেও।

এসএস