আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
তিনি জানান, গত ৮ জুলাই রাতে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে ডাকাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শাহারাস্তি থানায় মামলা দায়ের করলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ও গাজীপুর জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে লক্ষ্মীপুর জেলা থেকে অন্য আরেকজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।
আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ