নারায়ণগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ
পুকুর থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহীন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) দুপুরে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত শাহীন রাজধানীর মুগদা এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি একটি ইন্টারনেট সার্ভিস সেন্টারে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সকালে শাহীন তার তিন বন্ধু নোবেল, সিফাত ও কাজির সঙ্গে সাইকেলে করে মুড়াপাড়া এলাকায় ঘুরতে আসে। পরে তারা সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যেতে গিয়ে শাহীন পানিতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ