বিআরটি প্রকল্পের খোলা ড্রেনে পরে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি। এরপর থেকেই চলছিল উদ্ধার অভিযান। দুইদিন পর ফিরলেন, তবে নিথর দেহে।
রুদ্ধশ্বাস অভিযানের পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাশপট্টি এলাকার টেকবাড়ি বিলে তার মরদেহটির সন্ধান পায় ফায়ার সার্ভিস।
মুখমণ্ডল ও জামা কাপড় দেখে স্বজনরা মরদেহটি জ্যোতির বলে নিশ্চিত করেন। ভবিষ্যতে আর কেউ যেন এভাবে প্রাণ না হারায় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নেয়ারও দাবি জানান স্বজনরা।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে জ্যোতির মরদেহ সুরতহাল শেষে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানায় পুলিশ।
এর আগে গেল রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর সিটি করপোরেশন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নিহত ফারিয়া তাসনিম জ্যোতি আট বছর বয়সী জমজ সন্তানের জননী। কাজ করতেন একটি বেসরকারি ওষুধ কোম্পানির মার্কেটিং বিভাগে।