জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার সুলতানপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দীন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির গণসমাবেশ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সত্তারহাট এলাকায় পৌঁছান।
মুখোমুখি অবস্থান থেকে মুহূর্তেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় খন্দকারের গাড়িবহরের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয় এবং তার গাড়িও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় গোলাম আকবর খন্দকার ছাড়াও তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।