২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন করে ভাবছে সরকার: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
এখন জনপদে
0

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের মাধ্যমিক শিক্ষায় অনেক দুর্বলতা আছে, তা কাটিয়ে উঠার চেষ্টার পাশাপাশি ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। আজ (বুধবার, ৩০ জুলাই) দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচনে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘গবেষণার পাশাপাশি দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও প্রায়োগিক কার্যক্রম বাড়ানোর দরকার।’

আরও পড়ুন:

এছাড়া যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জুলাইকে সবাই লালন করতে হবে উল্লেখ করে বলেন, ‘এই জুলাইয়ে তরুণরা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন।

ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি ড. মো. সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী।

সেজু