ময়মনসিংহে গুড়িয়ে দেয়া হলো আ.লীগ নেতার অবৈধ চিড়িয়াখানা

ময়মনসিংহ
মিনি চিড়িয়াখানায় উচ্ছেদ অভিযানের সময়
এখন জনপদে
0

ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কের অভ্যন্তরে আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে থাকা মিনি চিড়িয়াখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে চিড়িয়াখানায় থাকা বন্যপ্রাণী। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) দুপুরে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের ৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদকৃত স্থানে শিশুদের জন্য একটি অত্যাধুনিক কিডস জোন করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

ভেকু দিয়ে একে একে ভেঙে ফেলা হয়েছে চিড়িয়াখানার অবকাঠামো। ভাঙার আগে চিড়িয়াখানায় থাকা বন্যপ্রাণীগুলো সরিয়ে নেয় বনবিভাগ। বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব , ফায়ার সার্ভিস ও আনসারের সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন। নেতৃত্ব দেন সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের শুরুতে চিড়িয়াখানায় থাকা একটি গাধা, ৫টি হরিণসহ বেশকিছু পাখি জব্দ করে বন বিভাগ। পরে চিড়িয়াখানার বাউন্ডারি ওয়াল, টিকিট কাউন্টারসহ পশুপাখি রাখার ঘরগুলো গুড়িয়ে দেয়া হয় হয়।

শিশুপার্কের রাইডগুলো সরিয়ে নেয়ার জন্য তিনদিনের সময় দেয়া হয়েছে। এরমধ্যে সরিয়ে নেয়া না হলে সেগুলোও উচ্ছেদ করা হবে বলে জানানো হয়। উচ্ছেদ করা স্থানে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র করার দাবি জানান স্থানীরা। আবার এটি যেন বেদখল না হয় সেদিকে নজর রাখার কথাও বলেন তারা।

বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা রিদুয়ানুল হক বলেন, ‘এখান থেকে জব্দ করা প্রাণীগুলো গাজীপুর সাফারি পার্কে রেখে পরিচর্যা করা হবে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।’

চিড়িয়াখানার ম্যানেজার জামাল হোসেন বলেন, ‘ইজারার মেয়াদ বাড়ানোর আবেদন করা হলেও তা আমলে না নিয়ে এক মাস আগে উচ্ছেদের নোটিশ দেয় সিটি করপোরেশন। আমরা ভেবে ছিলাম হয়তো ভাঙ্গা হবে না। আমাদের অনেক ক্ষতি হয়েছে। ২ থেকে ৩ দিন সময় দেয়ার আবেদন জানালেও কেউ শুনেনি।’

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ এখন টিভিকে জানান, ২০১৪ সালের ৩০জুন তৎকালীন পৌরসভা মিনি চিড়িয়াখানার স্থানটি ১০ বছরের জন্য ইজারা দেয়। ২০২৪ সালের ৩০ জুন ইজারার চুক্তির মেয়াদ শেষ হয়। ৬ লাখ টাকায় চিড়িয়াখানাটি ইজারা দিলেও মেয়াদ শেষে মাত্র ৩ লাখ ৩০ হাজার টাকা জমা দেয়া হয়।

এখানে চিড়িয়াখানা ও শিশু পার্ক করলেও এজন্য কোনো অনুমোদন ছিল না বলেও জানান তিনি। উচ্ছেদকৃত স্থানে শিশুদের জন্য একটি অত্যাধুনিক কিডস জোন করা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এখানে শুধুমাত্র শিশুদের খেলাধুলার ব্যবস্থাসহ শিশুতোষ বই সমৃদ্ধ একটি লাইব্রেরিও থাকবে।

জয়নুল পার্কে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের ভূমি ইজারার চুক্তিপত্র বাতিল করে গত ২৬ জুন ইজারা গ্রহীতা সেলিম মিয়াকে চিঠি দেয় সিটি করপোরেশন। চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে সেখানকার অবকাঠামো ও পশুপাখি নিজ হেফাজতে সরিয়ে নেয়ার কথা বলা হলেও তা করা হয়নি।

সেলিমের নামে লিজ নেয়া হলেও এটি নিয়ন্ত্রণ করতেন তার ভগ্নীপতি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান। বেশ কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

সেজু