হবিগঞ্জের শাহজিবাজার গ্রিডে আগুন, পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হবিগঞ্জ
শাহজিবাজার গ্রিডে আগুন
এখন জনপদে
0

হবিগঞ্জের শাহজিবাজার উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে আগুন লাগতে পারে। মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এএইচ