বাবুই পাখির বাসা ধ্বংস করলো জমি মালিক, খবর পেয়ে বন বিভাগের ব্যবস্থা

পটুয়াখালী
তালগাছে বাবুই পাখির বাসা
এখন জনপদে
0

পটুয়াখালীর গলাচিপায় জমির ধান নষ্ট করতে পারে এমন আশঙ্কায় এক কৃষক ৩০টি বাবুই পাখির বাসা ধ্বংস করেছে। এরপর সেগুলো প্রতিস্থাপন করেছে জেলা বন বিভাগ। গেলো বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে গলাচিপার উত্তর আমখোলা গ্রামের একটি গাছে এসব বাসা প্রতিস্থাপন করা হয়।

এর আগে, বুধবার (৩০ জুলাই) ওই গ্রামের কৃষক সিদ্দিক মোল্লা জমির ধান খেয়ে ফেলবে এমন মানসিকতা থেকে তার জমির বোরো ধানক্ষেতের পাশের একটি তালগাছের বাবুই পাখির বাসা বিনষ্ট করেন। 

বিষয়টি জানতে পেরে পটুয়াখালী উপকূলীয় বন বিভাগ সিদ্দিক মোল্লার মুচলেকা নিয়ে পাখির বাসাগুলো প্রতিস্থাপন করে। 

গত মাসে ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয় এবং এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করা হয়েছিল।

এসএইচ