ব্যাটারি চালিত অটোরিকশা চালকের নেই কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রশিক্ষণ। ফলে নিয়ন্ত্রণহীনভাবে রাস্তায় নামা এসব যান প্রতিদিনই বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, শহরের রাস্তায় অবৈধ অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নেই তেমন কোনো নজরদারি।
তাদের দাবি, নিয়মিত অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন চালক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমস্যা সমাধান হবে না।
স্থানীয় ভুক্তভোগীরা জানায়, অযোগ্য অদক্ষ চালকেরা এই অটোরিকশা নিয়ে যত্রতত্র যানজটের সৃষ্টি করে আমাদের অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
পৌর প্রশাসক জানায়, বর্তমানে অভিযান কিছুটা শিথিল থাকায় শহরে অটোরিক্সার সংখ্যা কিছুটা বেড়েছে। তবে যেসব যানবাহনের রেজিস্ট্রেশন নেই, সেগুলো জব্দ করতে দ্রুতই পদক্ষেপ নেয়া হবে।
ঝালকাঠি পৌরসভা প্রশাসক কাওছার হোসেন বলেন, ‘অভিযান একটু শিথিল হয়ে পরিচালনা করছি তারপরও প্রতি সপ্তাহে এক বা একাধিকদিন অভিযান পরিচালনা করছি। বর্ষা মৌসুম শেষ হলে এই ব্যাপারে আরও কঠোর অবস্থান গ্রহণ করবো।’
অবৈধ ও মেয়াদোত্তীর্ণ অটোরিকশা ঝালকাঠি শহরে বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি আর যানজট। ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ চালকসহ সাধারণ মানুষ। অবৈধ অটোরিকশা বন্ধে, নিয়মিত নজরদারি আর কঠোর ব্যবস্থা চান সবাই।