আজ নয়, কাল সকাল ১০টায় খুলছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই বাঁধের জলকপাট
এখন জনপদে
1

কাপ্তাই হ্রদের পানির গতি স্থিতিশীল থাকায় ১৯ ঘণ্টা পিছিয়ে আগামীকাল (মঙ্গলবার, ৫ আগস্ট) সকাল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে হ্রদের পানি বেড়ে যাওয়ায় রবিবার রাতে কর্তৃপক্ষ আজ (সোমবার, ৪ আগস্ট) বিকাল ৩ টায় জলকপাট খোলার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে আজ সকাল দশটার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জলকপাট খুলে দেয়ার সিদ্ধান্ত কার্যকরে বিলম্ব হতে পারে বলে জানান। হ্রদের পানির স্তর পুনরায় যাচাই করে নতুন সময়সীমা নির্ধারণ করার ঘোষণা দেন।

পরে দুপুর ১টায় নিজের কার্যালয়ে দেয়া সাক্ষাৎকারে জানান, আগামীকাল (৫ আগস্ট) সকাল ১০টায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।

জানান-বাঁধের উজান ও ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এরইমধ্যে কর্ণফুলী নদী তীরবর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও রাউজানের আশেপাশের নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে। এজন্য এ বন্যা পরিস্থিতির সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে পিডিবি।

এদিকে থেমে থেমে ভারি বৃষ্টিপাত আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে চলছে প্রতিনিয়ত। এরইমধ্যে রাঙামাটি সদর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও কাপ্তাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। সেখানে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করেছে। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

এরইমধ্যে একফুট পানির নিচে তলিয়ে গেছে পর্যটন ঝুলন্ত সেতু। ভ্রমণ করতে না পেরে দেশের দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা ক্ষোভ আর হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন। বিরূপ প্রভাব পড়েছে পর্যটন খাতেও।

এমতাবস্থায় কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মতে গতকাল (রোববার, ৩ আগস্ট) রাতে জারি করা কেন্দ্রটির ব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিলে তা থেকে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে।

আরও পড়ুন:

পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে। এর আগে গত বছর কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হলে ২৫ আগস্ট একইভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সঞ্চালন হচ্ছে। একইসঙ্গে এ পাঁচ ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে।

বর্তমানে কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে লেকের পানি ধারণক্ষমতা ১০৮ ফুট। অর্থাৎ বিপৎসীমা ১০৮ ফুট ধরা হয়। যা এখন ১০৭ ফুটের ওপর অবস্থান করছে। এ পরিস্থিতিতে পানির উচ্চতা নিয়ন্ত্রণ বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পিডিবি জানিয়েছে, এ মৌসুমে প্রথমবারের মতো রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ১০৭ ফুটে পৌঁছায়। এরপরই হ্রদে পানি বাড়ার গতি লক্ষ্য করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে হ্রদের পানির গতি স্থিতিশীল থাকায় ১৯ ঘণ্টা পিছিয়ে আগামীকাল (৫ আগস্ট) সকাল ১০টায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এএইচ