জুলাই গণঅভ্যুত্থান দিবস: গাজীপুরে জামায়াতের গণমিছিলে নেতাকর্মীদের ঢল

জামায়াতের গণমিছিল
এখন জনপদে
0

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই নগরীর শিববাড়ি মোড়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে শহরের প্রধান সড়কে গণমিছিলে অংশ নেন দলটির জেলা ও মহানগরের নেতাকর্মীরা। শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, যে লক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। আগামীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি বিলুপ্তির পাশাপাশি পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা।

সমাবেশে জেলা আমির ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগরের আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন, মহানগরের নায়েবে আমির খায়রুল হাসান, জেলার নায়েবে আমির সেফাউল হক, হোসেন আলী, কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী।

সেজু