পরে একে একে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শহিদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শেরপুরের শহিদ মাহবুবসহ দেশের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আরও পড়ুন:
এরপর শহরের কলেজমোড়ে শহিদ মাহবুব চত্বর নামের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে জেলা পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও শহিদ পরিবারের সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
এসময় শহিদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংক্ষিপ্ত নাটিকা ‘জুলাই ৩৬’ প্রদর্শন করা হয়।