জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আলামিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি।
আরও পড়ুন:
এসময় জুলাই আন্দোলনে শহীদ হওয়া সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরা হয় সবার মাঝে।
অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সুবিধাজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।