পাটুরিয়ায় তীব্র স্রোতে ভেঙে গেছে লঞ্চঘাটের জেটি, ঝুঁকিতে আরও একটি

মানিকগঞ্জ
পাটুরিয়ায় ভেঙে যাওয়া জেটি
এখন জনপদে
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলার গুরুত্বপূর্ণ পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অপর একটি জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে করে প্রতিদিন হাজারো যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে।

পাটুরিয়া লঞ্চঘাট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এ পথ ব্যবহার করে হাজার হাজার যাত্রী ও যানবাহন পদ্মা পাড়ি দেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে এ সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্নালাল নন্দী জানান, ‘নদীতে প্রচণ্ড স্রোতের কারণে জেটির খুঁটির নিচের মাটি সরে যাচ্ছে। এতে করে দুইটি জেটির মধ্যে একটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। অপর জেটির অবস্থাও নাজুক। এখনই ব্যবস্থা না নিলে সেটিও যে কোনো সময় ভেঙে পড়তে পারে।’

বিআইডব্লিউটিএর আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ বলেন, ‘ঘটনাটি আমরা জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে আমাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ, তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে আমরা আমাদের রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে বর্ষা মৌসুম চলায় ভেঙে যাওয়া জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। আপাতত সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে। বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে জেটিগুলো স্থায়ীভাবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।’ এদিকে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

এএইচ