টাঙ্গাইলে জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

টাঙ্গাইল
জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
এখন জনপদে
4

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানের সকল বীর শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখা। এতে সাধারণ ছাত্র-জনতা, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি প্রকাশ করে। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) রাতে ‘রক্তে লেখা ইতিহাস ভুলিনি আমরা, মোমশিখায় প্রজ্বলিত হোক স্মৃতির আগুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এতে বক্তব্য রাখেন, অধ্যাপক স.ম.আজাদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বিথী, শিক্ষক ফজলে রাব্বির তাজ, গণসংহতি আন্দোলন সদর উপজেলার সংগঠক তুষার আহমেদ, সদস্য সচিব ফারজানা জেসমিন, সাংস্কৃতিক কর্মী নিতু সরকার, গণসংহতি আন্দোলন সদর উপজেলার সদস্য কানিস ফাতেমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার দপ্তর সম্পাদক প্রেমা সরকার প্রমুখ।

বক্তারা বলেন, গেলো বছর ৫ আগস্টের পর জুলাই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। জুলাই ফাউন্ডেশন থেকে শহিদ ও আহতদের পরিবারের দায়িত্ব নেয়ার কথা ছিল। তারা পরিবারগুলোর দায়িত্ব না নিয়ে আজ উপহার পাঠিয়েছে, এটি দায়িত্বের অবহেলা। বর্তমান সরকার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নারীরা ভয়ে থাকি, আমরা বাড়ি থেকে বের হতে পারি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

বক্তারা হুশিয়ার দিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমানে যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে তাদেরকেও হুঁশিয়ার করছি। যারা দুর্নীতি করবে, লুটপাট করবে, দখল ও মামলা বাণিজ্য করবে, তাদের ঠিক একইভাবে দেশ থেকে বিতাড়িত করা হবে।

এএইচ