শিবালয়ে ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা
এখন জনপদে
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬৩ হাজার টাকা। আজ (শুক্রবার, ৮ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ভাকলা গ্রামের মো. আলমগীর হোসেন (৩৫), একই উপজেলার দক্ষিণ উলাইল গ্রামের মো. নাঈম (২৬), আমডালা গ্রামের সুধাংশ সরকার (৩০), কাতরাসিন গ্রামের মো. রাজীব মিয়া (২৮), রুপসা গ্রামের রানা আহাম্মেদ (২৯), হরিরামপুর উপজেলার মো. শামীম দেওয়ান (২৭) এবং জুনিকালসা গ্রামের মো. রাজা মোল্লা (৪৫)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) শিবালয় উপজেলার ভাওয়ালকান্দি গ্রামের টেপড়া থেকে উলাইলগামী সড়কে অভিযান চালানো হয়। এসময় সাতজনকে ইয়াবাসহ আটক করা হয়।

অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১০০ পিস, নাঈমের কাছ থেকে ৫০ পিস, সুধাংশ সরকারের কাছ থেকে ৩০ পিস, শামীম দেওয়ানের কাছ থেকে ২০ পিস এবং রাজা মোল্লার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপর দুই আসামি রাজীব মিয়া ও রানা আহাম্মেদ ইয়াবা বেচায় সহায়তা করছিলেন বলে জানায় পুলিশ।

পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’

সেজু