সাংবাদিক তুহিন হত্যার বিচার ও চার দফা দাবিতে রাবি সাংবাদিকদের বিক্ষোভ

রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন
এখন জনপদে
0

গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। আজ (শনিবার, ৯ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনির-সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনসহ অন্যান্য সংবাদকর্মীরা। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে নগরীর টেলিভিশন সাংবাদিকরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে। প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা হচ্ছে অথচ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই। বিচারহীন সংস্কৃতির কারণেই এমন হত্যাকাণ্ড হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় তারা ৪ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বিচার নিশ্চিত করা, নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নেয়া, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরূপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং গণঅভ্যুত্থানে নিহত ও আহত হওয়া সাংবাদিকদের দ্রুত তালিকা নিশ্চিত করে পুনর্বাসনের ব্যবস্থা করা।

এএইচ