আজ (মঙ্গলবার, ১২ জুলাই) সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।
অভিযানে অবৈধ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ছানা তৈরির দায়ে জীবন দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বোতলজাত ঘিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করায় অসীম ঘোষকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে প্রাণ গোপাল ডেইরি ফুডকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফারহানা ইসলাম অজন্তা বলেন, ‘সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকায় অবৈধ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ছানা তৈরি ও বোতলজাত ঘিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।’
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়ন, মানিকগঞ্জ এবং সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।