চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল

চাঁপাইনবাবগঞ্জ
প্লাবিত নিম্নাঞ্চল
পরিবেশ ও জলবায়ু
এখন জনপদে
0

উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে বাড়ছে পানি। ফলে প্লাবিত হয়েছে জেলার পাঁচ ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দি সদর উপজেলার নারায়নপুর, আলাতুলী, উজিরপুর, পাঁকা ও দূর্লভপুর ইউনিয়নের ১১ হাজার পরিবার, তলিয়ে গেছে প্রায় ৫০০ হেক্টর ফসলি জমি।

এছাড়া বন্যার পানি ঢুকে পড়েছে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। পদ্মাপাড়ের বাসিন্দারা জানান, নদীর পানি বাড়ায় ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। 

এদিকে, ফসলি জমি ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকরা। পানি এখনও বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দু-একদিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

সেজু