পাঁচলাইশে প্রাথমিক বিদ্যালয়ে নতুন মাঠ উদ্বোধন করলেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম
অনুষ্ঠানে কথা বলছেন মেয়র ডা. শাহাদাত হোসেন
এখন জনপদে
0

চট্টগ্রামের পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন একটি মাঠ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকালে নতুন মাঠ উদ্বোধন করেন তিনি। জানান, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে উন্মুক্ত স্থান বাড়ানো ও খেলার মাঠ উন্নয়নে চসিক। এর মধ্যে বেশ কয়েকটি মাঠে কাজ চলছে বলেও জানান তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এ বিদ্যালয়ে মাঠ থাকলেও দীর্ঘদিন তা পরিত্যক্ত ছিল। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সমাজসেবীদের আন্তরিকতায় মাঠটি আবার প্রাণ পেয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। চট্টগ্রামের অনেক প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার জন্য সামান্য এক টুকরো মাঠও নেই। এতে শিশুরা দুরন্ত শৈশব ও নির্মল বিনোদন থেকে বঞ্চিত হয়।’

তিনি বলেন, ‘ক্রীড়া শিক্ষার্থীদের একাগ্রতা, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও দায়বদ্ধতা গড়ে তোলে। এটি শুধু বিনোদন নয়, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মানসিকতা তৈরি করে। বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাও সমান গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ পরিচর্যা ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতন হতে আহ্বান জানান মেয়র। ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে অনুরোধ করেন ডা. শাহাদাত হোসেন।

চসিক সংশ্লিষ্টরা জানান, উন্মুক্ত স্থান সংরক্ষণ, স্কুলের মাঠ সংস্কার ও ওয়ার্ডভিত্তিক খেলাধুলার অবকাঠামো উন্নয়নে ধাপে ধাপে কাজ চলছে।

এসএস