সাংবাদিক তুহিন হত্যায় খুলনার কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ

কপিলমুনি প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ
এখন জনপদে
0

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খুলনার কপিলমুনিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৩ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় আইনপ্রণয়নের দাবি জানানো হয়।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোস্তাফিজুর রহমান পারভেজ, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম শফিউল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, সদস্য প্রবীর জয় ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

এসএস