অনুশীলনে দেখা নেই চট্টগ্রাম রয়্যালসের, ব্যবস্থাপনায় ‘হযবরল’ দশা

চট্টগ্রাম রয়্যালসের লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বাকি সব দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন নিজেদের অনেকটাই আড়ালে রেখে দিন পার করছে চট্টগ্রাম রয়্যালস। দল গঠন থেকে নতুন হেড কোচ নিয়োগ, সবখানেই প্রশ্নের জন্ম দিয়েছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি।

বিপিএলকে সামনে রেখে প্রায় সব দলই নেমে পড়েছে অনুশীলনে। তবে দেখা নেই চট্টগ্রাম রয়্যালসের। দলটিকে নিয়ে অনেক আগে থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছেই। কিন্তু ঠিক কোন কারণে অনুশীলনে নেই রয়্যালসরা, তা-ই হয়তো এখন ভক্তদের জানার আগ্রহে।

চট্টগ্রাম রয়্যালসের কোচ মুমিনুল হক বলেন, ‘এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের বিষয়। হয়তো তারা সবকিছু গুছিয়ে একবারে মাঠে নামবে। আমরা ২৩ থেকে ২৫ ডিসেম্বর অনুশীলন করবো, আমাদের শিডিউল হলো আপাতত এটাই।’

চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং কোচ তুষার ইমরান বলেন, ‘কমপক্ষে ২ সপ্তাহ আগে থেকে যদি আপনি অনুশীলনটা করতে পারতেন, তাহলে অবশ্যই খুবই ভালো হতো, তবে ওয়ার্কলোডের একটা বিষয় আছে।’

চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে অবশ্য প্রথম প্রশ্ন উঠেছিল দলগঠন নিয়ে। নিলামে অনেক ক্রিকেটারকে নিয়েই বিতর্কের গন্ধ খুজছিলেন সবাই। স্কোয়াড নিয়ে এখন টিভির সঙ্গে কথা বলেছেন কোচ মুমিনুল হক এবং মেন্টর তুষার ইমরান, জানিয়েছেন নিজ নিজ ভাবনার কথা।

আরও পড়ুন:

কোচ মুমিনুল হক বলেন, ‘পরিকল্পনা ছিল, আমাদের পূর্বের পারফর্মারগুলোকে পিক করার। এছাড়া প্রথমদিকে যে পরিকল্পনা ছিল, যে খেলোয়াড়দের পছন্দ ছিল, সেখানে অনেকের ক্ষেত্রে চয়েজ ‘এ’ পেয়েছি, অনেকের ক্ষেত্রে ‘বি’ পেয়েছি।’

মেন্টর তুষার ইমরান বলেন, ‘কাজটা একটু কঠিন হবে। কারণ অনেকে অনেক ধরনের কথা বলছে যে, আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু নড়বড়ে। সেক্ষেত্রে ডেফিনিটলি যেটা বললাম যে, আমাদের ফরেন কালেকশনটা যদি একটু ভালো করতে পারি, ২-৩ জন ব্যাটার যদি নিয়ে আসা যায়, তাহলে সেটা ভালো।’

শুধু এখানেই থেমে নেই চট্টগ্রাম রয়্যালসের অদ্ভুতুড়ে আচরণ। টুর্নামেন্ট শুরুর মাত্র দিন পাঁচেক আগে দলে এসেছেন নতুন কোচ। হেড কোচ মুমিনুল হক কাজ করবেন সহকারী কোচ হিসেবে। তবে সেটা নিয়েও স্পষ্ট ধারণা নেই তার কাছে।

মুমিনুল হক বলেন, ‘একটা ক্লজ নিয়ে, আমাকেও জানিয়েছে। তবে আমি যতটুকু জানি, আসলে দলের বেটারমেন্টের জন্য একটা কোচ নেয়া হয়েছে। সবাই আমরা মিলেমিশে কাজ করবো আরকি। এখানে কে হেড কোচ বা কে অ্যাসিস্ট্যান্ট কোচ সেটা বড় বিষয় নয়।’

এসব বিষয়ে জানতে যোগাযোগ করতে চেয়েও চট্টগ্রাম রয়্যালসের ব্যবস্থাপনায় থাকা কাউকে পাওয়া যায়নি।

এসএইচ