ফরিদপুরের দুই বাসের সংঘর্ষে নারীসহ তিনজনের মৃত্যু

দুই বাসের সংঘর্ষ
এখন জনপদে
0

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার কানাইপুর বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।এতে অন্তত দশ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের ছহির উদ্দিন শেখের পুত্র আতিয়ার শেখ এবং বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যামচন্দ্র দাসের পুত্র রঞ্জিত চন্দ্র দাস এবং রংপুর জেলার বদল গাছি থানার বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সুবর্ণা বেগম।

এছাড়া গুরুতর আহত আরও সাত জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

হাইওয়ে করিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, বেলা সাড়ে ১২টার দিকে কামাইপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপরে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এর সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মো. সালাউদ্দিন আহমেদ জানান, উদ্ধার কাজ দ্রুত শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ইএ