আ.লীগ শাসনামলে গোয়েন্দা সরঞ্জাম ও পুলিশের মারণাস্ত্র কেনায় তদন্ত কমিটি গঠন

কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
দেশে এখন
0

আওয়ামী লীগ সরকারের সময়ে গোয়েন্দা নজরদারির সরঞ্জাম ও তার ব্যবহার এবং পুলিশের মারণাস্ত্র কেনার বিষয় তদন্তে দুইটি পৃথক কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ও প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, গেলো সরকারের অপশাসন ও পৈশাচিকতা পেরিয়ে জনকল্যাণমূলক কাজে মনোযোগী বর্তমান সরকার। 

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছেছে।’

আরও পড়ুন:

এ বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্থানীয় শ্রমিকদের সমান সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সম্মতির কথাও জানান তিনি।

তিনি আরও জানান, সফরে শ্রমিকদের অভিযোগ জানানোর জন্য বাংলায় হটলাইন, নিরাপত্তা রক্ষীদের সুযোগ-সুবিধা, গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। সেমিকন্ডাক্টর খাতে প্রতি বছর ৬ সহস্রাধিক ইঞ্জিনিয়ারের প্রয়োজন মেটাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। পাশাপাশি ফ্রি-ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ নিয়ে নেগোসিয়েশনের কথাও হয়েছে।

শফিকুল আলম জানান, হালাল ইকোনোমিক জোন ও ইকোসিস্টেমে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যাতে আন্তর্জাতিক ও দেশিয় বাজারে হালাল পণ্যে অংশগ্রহণ বাড়ানো যায়। এছাড়া রোহিঙ্গা ও নিরাপত্তা ইস্যুতেও মালয়েশিয়ার নিবিড় সহযোগিতা কামনা করা হয়েছে।

এসএইচ