নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)।
জানা যায়, মনিরুল ইসলাম কৃষি কাজ করতেন। তারা মাটির একটি ঘরে বসবাস করতেন।
ঋণের চাপ সইতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর মো. মিনারুল আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’