নওগাঁয় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
এখন জনপদে
0

নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামাণিক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৬ আগস্ট) সকাল ৯টার দিকে রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমির এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু প্রামাণিক নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত শমসের প্রামানিকের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাবু প্রামাণিক স্ত্রীর ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান, গ্রাম থেকে কিছুদূরে রানীনগর রেলওয়ে স্টেশনে। অভিমানে ট্রেনে কাটা পড়ে মারা যেতে পারে বলে সন্দেহ পরিবারের সদস্যদের।

রানীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, ‘তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল। এসময় সকাল ৮টা ৪৮ মিনিটে বাবু প্রামাণিক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।’

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, ‘তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলওয়ে স্টেশনে উত্তরপাশে আসলে বাবু প্রামানিক নামে ওই ব্যক্তি অসাবধানতাবসত রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন আসলেও স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি কোন কর্ণপাত করেননি। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে মারা যান তিনি।’

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনেরা মরদেহ নিয়ে গেছে।’

এফএস