সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ছয় মাসে পরিচালিত অভিযানে প্রায় ৪ হাজার ২২৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, বিপুল পরিমাণ জাটকা, ইলিশ, সামুদ্রিক মাছ ও চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করায় মৎস্যসম্পদে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
অসাধু জেলেদের অবৈধ ট্রলিং বোট, চোরাচালান ও মাদক প্রতিরোধেও নিয়মিত অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। সম্প্রতি আনুমানিক ১৩৫ কোটি টাকা মূল্যের ১৩৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়েছে।
এছাড়া গত পাঁচ মাসে উদ্ধার করা হয়েছে—২৯টি আগ্নেয়াস্ত্র, ২৭টি হাতবোমা, ৪৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত। মাদকবিরোধী অভিযানে জব্দ হয়েছে গাঁজা, ইয়াবা ও চোরাচালানকৃত হাঙর, অবৈধ পলিথিন, বিদেশি সিগারেটসহ বিপুল পণ্য।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অবৈধ বালু উত্তোলন রোধে গত ৬ মাসে ১০৯ কোটি টাকা মূল্যের ৭০টি ড্রেজার ও ৫৮টি বাল্কহেড আটক করা হয়েছে।
অন্যদিকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মেডিক্যাল ক্যাম্পে এক হাজারের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। সার্চ ও রেসকিউ অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে ৫২০ জনকে।
কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। পাশাপাশি মৎস্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।