সিলেটে মাটিচাপা অবস্থায় ১১ ঘনফুটের বেশি পাথর জব্দ

বালিচাপা দেয়া পাথর
এখন জনপদে
0

সিলেটের সালুটিকর ভাটা এলাকায় মাটিচাপা অবস্থায় অন্তত ১১ ঘনফুটেরও বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় জড়িত থাকার অভিযোগে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আজ (রোববার, ১৭ আগস্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট-আরডিসি আশিক মাহমুদ কবিরের নেতৃত্বে অভিযানে নামে যৌথ বাহিনী। অভিযানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানের এক পর্যায়ে ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পাওয়া যায়। জব্দকৃত পাথরের পরিমাণ আনুমানিক ১১ হাজার ঘনফুট বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। এর আগে, গতকাল ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে যৌথ বাহিনী।

এএইচ