চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ
প্রতীকী ছবি
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১৭ আগস্ট) সকাল ও বিকালে পৃথক ঘটনায় মারা যায় তারা। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার একটি ডোবায় ডুবে মারা যায় দুই শিশু।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রিহান (৭) ও মো. খোকনের ছেলে আব্দুল্লাহ আল আরিয়ান (৫) ও শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাঈদ।

আরও পড়ুন:

সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ‘মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় মোজাহিদুর ও আরিয়ান। পরে দুইজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’

এদিকে, শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় ডুবে মারা যায় আবু সাঈদ নামে ১৩ মাস বয়সের এক শিশু। বাড়ির পাশে খেলার সময় অসাবধানতা ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) গোলাম কিবরিয়া।

এএইচ