কর্মবিরতিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
এখন জনপদে
0

চিকিৎসক-কর্মচারীর ওপর হামলার ঘটনার বিচার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জরুরি সেবা চালু রেখে কর্মবিরতিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।‎

আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেছে ওয়ার্ড গুলোতে ইন্টার্ন চিকিৎসকদের উপস্থিতি নেই। গতকাল ১২টা থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ বারোটার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের।

তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কমপ্লিট শাটডাউন না করে তাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। মেডিকেল পরিচালকের সঙ্গে সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান তারা। যদিও অন্যান্য চিকিৎসকরা দায়িত্বে রয়েছেন। গতকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি কর্মসূচির কারণে স্বাস্থ্য সেবায় কিছুটা প্রভাব পড়ছে।‎

‎অন্যদিকে একই দাবিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা মেডিকেল কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করেন। এসময় তারা বলেন, চিকিৎসক-কর্মচারীর ওপর হামলার ঘটনার বিচার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। তবে গতকালের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অব্যাহত রয়েছে বলেও জানান তারা।

এএইচ