রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
এখন জনপদে
0

বিভিন্ন প্রকল্প কাজের অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সারোয়ার হোসেনসহ অন্যরা।

এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে অনুপস্থিত, উপস্থিতির স্বাক্ষর বইয়ের গরমিল খুঁজে পান দুদক কর্মকর্তারা।

আরও পড়ুন:

পরে অভিযোগ পাওয়া বিভিন্ন প্রকল্পের কাগজপত্র যাচাই-বাছাই করা ছাড়াও চলমান নিম্নমানের প্রকল্প কাজের স্থান পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা।

এসএস