নেত্রকোণায় কিশোরকে পিটিয়ে ভাইরাল ইউএনওকে স্ট্যান্ড রিলিজ

উপজেলা নির্বাহী অফিসার রয়েল সাংমা
এখন জনপদে
2

নেত্রকোণায় কিশোরকে পিটিয়ে ভাইরাল আটাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুয়েল সাংমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি ১৯ আগস্ট ইস্যু হলেও ২১ আগস্ট সর্বসাধারণের নজরে আসে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার রয়েল সাংমাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করে জনস্বার্থে বিজ্ঞপ্তিটি জারি করে।

এর আগে গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক দিনমজুরকে বেধড়ক পেটাচ্ছেন ইউএনও এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে ভিডিও পর্যালোচনা ও একটি মামলার কপির সূত্রে জানা যায় চলতি বছরের ২৪ মার্চ ভিজিএফের চাল বিতরণ নিয়ে এ ঘটনার সূত্রপাত।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি |ছবি: এখন টিভি

বানিয়াজান ইউপি পরিষদ হলরুমে দুর্জয় নামের কিশোরকে গত ২৪ মার্চ (সোমবার) বেলা ১১টার দিকে বেধড়ক পেটাতে পেটাতে এক পর্যায় নিজেও মাটিতে পড়ে যান আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা।

এ ঘটনায় আটপাড়া আমলী আদালতে গত ১১ আগস্ট একটি মামলা দায়ের করেন রায়হান নামের একজন। মামলায় ৩২৬/৩০৭ দণ্ডবিধিতে ইউএনও রুয়েল সাংমাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। যা তদন্ত করছে পিবিআই।

বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয় যা নজরে আসে প্রশাসনের। এদিকে বদলির সত্যতা নিশ্চিতে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বরে ফোন দেয়া হলেও কেউ রিসিভ করেননি।

তবে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোতাহার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার (২০ আগস্ট) পত্র হাতে পেয়েছেন। তবে এখনো ইউএনও রয়েল সাংমা আটপাড়াতেই অবস্থান করছেন।

এএইচ