গত ২৭ জুলাই গুরুতর অসুস্থ হয়ে তিনি ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সেখানে অধ্যাপক এমএ রশিদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। হার্টে ৩টি রিং স্থাপন শেষে তিনি গতকাল বৃহস্পতিবার যশোরে ফেরেন। এরপর আজ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন:
রুকুনউদ্দৌলাহর পিতা মরহুম মোকসেদ আলী। নওগাঁয় অগ্রজ আসফউদ্দৌলা'র কাছে শৈশব-কৈশর কাটিয়েছেন রুকুনউদ্দৌলাহ। নওগাঁ কেডি স্কুলে পড়ার সময় বেজে ওঠে মুক্তিযুদ্ধের দামামা।
সে সময় রুকুনউদ্দৌলাহ পরিবারের সঙ্গে ভারতে চলে যান। সেখানে শিলিগুড়িতে প্রশিক্ষণ শেষে ফ্রিডমফাইটার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম ‘দৈনিক সংবাদ’ এর সঙ্গে জড়িত আছেন চার দশক ধরে।