ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষিখাত; শঙ্কা নিয়েই আবাদে নেমেছেন কৃষক

ফেনীতে আমন ধান চাষ শুরু করেছেন কৃষকরা
কৃষি
এখন জনপদে
0

চলতি বছর তিন দফার বন্যায় চরম ক্ষতির মুখে ফেনীর কৃষিখাত। নষ্ট হয়েছে শতকোটি টাকার ধান, ফসল। সেই ক্ষতচিহ্ন ও ফের বন্যার শঙ্কা নিয়েই আমন ধানের আবাদ করতে কৃষক মাঠে নেমেছেন। আর এবারের আবাদে লক্ষ্যমাত্রা অতিক্রম করার আশা কৃষি বিভাগের।

গেলো বছর ভয়াবহ অভিজ্ঞতার পর এবারও ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক। এবছর তিন দফা বন্যায় ডুবে যায় বিস্তীর্ণ ফসলি জমি। এতে জমিতে বালু জমা হয়ে হারায় জমির উর্বরতা।

বন্যার পরও হাল ছাড়েননি কৃষকরা। আগের চেয়ে বৃষ্টি কিছুটা কমায় নতুন উদ্যমে মাঠে নেমেছে তারা। গত বছরের চেয়ে ভালো ফলন পাবার প্রত্যাশা তাদের।

চাষিরা জানান, গত বছরের বন্যার কারণে তারা জমিতে চাষ করতে পারেননি। সরকার থেকেও কোনো সুবিধা পাননি তারা। এবছর বন্যা না হলে ভালো ফলন পাওয়ার আশা চাষিদের।

আরও পড়ুন:

ফেনীতে চলতি মৌসুমে আমনের আবাদ হচ্ছে ৩১ হাজার ১৭১ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ৬৬ হাজার ৭৫৫ হেক্টর। কৃষি বিভাগ বলছে, আবাদ বাড়াতে দেওয়া হয়েছে ভর্তুকি ও সহায়তা।

ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মো. জগলুল হায়দার বলেন, ‘আমন হলো ফেনির প্রধান ফসল। কৃষক যদি এটি ঘরে তুলতে না পারে তাহলে তারা মনে করে তাদের সমস্যা হবে। এজন্য এবছর তারা আমন চাষ করবেন। পাশাপাশি আমাদের ৬৬ হাজার ৭৫৫ হেক্টর লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। আমরা আশা করছি এবছর ১ হাজার ২০০ হেক্টর আবাদ বেশি হবে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, সেপ্টেম্বরে আবারও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। চলতি বছর বাঁধভাঙা পানির তোড়ে জেলার অন্তত ২৯ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েন। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বন্যায় প্রায় ৩৮ কোটি ৭ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে।

এফএস