নিহতের স্বজনদের বরাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, শনিবার গভীর রাতে কালারমারছড়ার আটজইন্ন্যা ঘোনা এলাকায় সশস্ত্র দূর্বৃত্তরা একটি মৎস্য ঘেরে হামলা চালায়। তারা কর্মচারীদের মারধর করে মাছ ও অন্যান্য মালামাল লুটপাট চালায় এবং তোফায়েল আহমদকে তুলে নিয়ে যায়।
আরও পড়ুন:
স্বজনরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে আজ ভোরে স্থানীয়রা বাঁশঝাড়ে পড়ে থাকা ব্যক্তিকে দেখে স্বজনদের খবর দেয়। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, কিন্তু চিকিৎসকরা পথে তার মৃত্যু নিশ্চিত করেন।
ওসি মঞ্জুরুল হক জানান, হত্যার রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।