মানিকগঞ্জে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি বিষয়ক সেমিনার

মানিকগঞ্জ
এসডিজি বাস্তবায়নে অগ্রগতি বিষয়ক সেমিনার
এখন জনপদে
0

মানিকগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে অগ্রগতি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে এনজিও ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এডাব) মানিকগঞ্জ জেলা শাখা।

এডাব’র জেলা শাখার সভাপতি এএসএম নূরুল আলমের সভাপতিত্বে এবং স্টেপ এনজিও’র সহকারী পরিচালক মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব’র পরিচালক একেএম জসীম উদ্দিন। প্রাসঙ্গিক প্রবন্ধ উপস্থাপন করেন এডাব’র ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মো. নূরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে সামসুন্নাহার বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন একটি জাতীয় অঙ্গীকার। এর প্রতিটি লক্ষ্যমাত্রা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, লিঙ্গ সমতা, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন সবক্ষেত্রেই এসডিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে কোনো সংস্থা এককভাবে এগুলো বাস্তবায়ন করতে পারবে না। এজন্য সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, ‘স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও প্রকল্প বাস্তবায়নে সর্বস্তরের সম্পৃক্ততাই এসডিজি অর্জনের মূল চাবিকাঠি।’

সেমিনারে উপস্থিত সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, সরকারি উন্নয়ন পরিকল্পনা ইতোমধ্যে এসডিজির লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয় করে গ্রহণ করা হচ্ছে। গ্রামীণ দারিদ্র্য হ্রাস, নারী ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগ টেকসই করতে হলে সরকারি সহায়তা, নীতিগত সহযোগিতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

তারা আরও বলেন, শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সাধারণ মানুষকে সচেতন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জনগণ বুঝতে পারলেই এসডিজির লক্ষ্য সফল হবে। এজন্য স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি জোরদারের ওপর জোর দেন তারা।

সেমিনারে সর্বসম্মতভাবে বলা হয়, এসডিজি বাস্তবায়ন একটি সমন্বিত প্রচেষ্টা। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার মাধ্যমেই মানিকগঞ্জসহ সারাদেশে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সম্ভব।

এএইচ