নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ
প্রতীকী ছবি
এখন জনপদে
2

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাদ থেকে লাফ দিয়ে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন। আজ (শনিবার, ৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে ফতুল্লা মডেল থানাধীন বিসিক শিল্প নগরীর এনআর গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম মোছা. শাবনাজ আক্তার (২০)। তিনি এনআর গার্মেন্টসের শ্রমিক ছিলেন। শাবনাজ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পারাইল চর এলাকার মো. আব্দুল বারেক মিঞার মেয়ে। সে নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার হারুন মিঞার বাড়িতে ভাড়া থেকে কাজ করছিলেন।

কারখানার কর্মীরা জানান, হঠাৎ করে ভবনের ছাদ থেকে নিচে পড়ার শব্দ শুনে নিরাপত্তাকর্মীরা দৌড়ে গিয়ে শাবনাজকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়। এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাবনাজ আক্তার আত্মহত্যা করেছেন। তবে এর পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এএইচ