র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সহ জেলা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা দেয়া হত। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বিএনপি একটি সুশৃঙ্খল দল আজকের এ বর্ণাঢ্য র্যালি তা প্রমাণ করে। আগামীতে দেশ পরিচালনায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাধারণ মানুষ নিয়ে কাজ করবেন বলে ব্যক্ত করেন বক্তারা।