আদেশে বলা হয়, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পণ করে আগামী ২ সেপ্টেম্বর আপনাকে পুলিশ সদর দপ্তর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।
২০২৪ সালের ১১ নভেম্বর নাজমুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান। গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।
সাম্প্রতিক সময়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আওতাধীন এলাকায় অপরাধ বেড়েছে। এসব এলাকায় একের পর এক ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতির ঘটনা ঘটছে। খুন, ধর্ষণও হচ্ছে। সবশেষ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির স্পষ্ট চিত্র ফুটে ওঠে।
জিএমপি'র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ২১ আগস্ট এখন টেলিভিশনে ‘খুনের নগরী গাজীপুর, গত সাত মাসে খুন হয়েছে ১০৪ জন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।