পূর্বধলা ওসি মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় মহারাজ পরিবহন নামের ঘাতক বাসটিকে (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) আটক করা গেলেও পালিয়ে যায় গাড়ির ড্রাইভার ও হেলপার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুর্গাপুর শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পূর্বধলা চৌরাস্তা থেকে রাজার বাজার থেকে যাচ্ছিলেন এক নারী। এ সময় দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী লোকাল যাত্রীবাহী বাস অজ্ঞাত নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা মরদেহটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পূর্বধলা ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, দুর্ঘটনায় নিহত নারীর মুখ মন্ডল বিকৃত হওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তে পুলিশের বিশেষ বিভাগ সিআইডি সদস্যদের খবর দেয়া হয়েছে। এছাড়াও দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বাসটির চালক ও হেলপার। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।