টাঙ্গাইল শহরের খাল উদ্ধার ও ভাসানী হল সংস্কারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল
নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন
এখন জনপদে
0

টাঙ্গাইল শহরের শ্যামাপদ খাল পুনরুদ্ধার, ভাসানী হল সংস্কারসহ সকল ঐতিহ্য রক্ষা এবং সকল দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা যায়। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এ সময় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘জেলার সকল প্রকার অন্যায় অনিয়ম, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে হবে। এছাড়াও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা করুন, খাল-বিল-জলাধার দূষণ ও দখলমুক্ত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে শ্যামাপদ খাল পুনরুদ্ধার, ভাসানী হল সংস্কারসহ সকল ঐতিহ্য রক্ষার করতে হবে।’

আরও পড়ুন:

এছাড়াও জনস্বার্থে প্রশাসনের সকল কর্মকর্তাকে কাজ করার আহ্বান করেন বক্তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সভাপতি হামিদুল হক মোহন, টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক রাজ্য প্রমুখ।

ইএ