তবে এভারগ্রিন প্রোডাক্টস নামে যে কারখানা ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল সেটি আগামী (শনিবার, ৬ সেপ্টেম্বর) খুলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেড নামে একটি পরচুলা কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন। গত (সোমবার, ১ সেপ্টেম্বর) হঠাৎ করেই কারখানা বন্ধের ঘোষণা দেয় ওই কোম্পানি কর্তৃপক্ষ। এর জেরে পরদিন মঙ্গলবার সকালে ইপিজেডের মূল ফটকে অবস্থান নেন কারখানাটির শ্রমিকরা। ইপিজেডের অন্য কারখানার শ্রমিকদেরও তারা কাজে যোগ দিতে বাধা দেন।
পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়, এতে নিহত হন একজন শ্রমিক। সংঘর্ষ ও প্রাণহানির এ ঘটনার জেরে উত্তরা ইপিজেডের ২৪টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বন্ধ কারখানাগুলো চালু হওয়ায় কর্ম চঞ্চলতা ফিরেছে ইপিজেড এলাকায়।