অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান সরকার, স্থানীয় কমিশনার খালেদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং হলদে পাখিরা।
অনুষ্ঠান শেষে উপজেলার একশো প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ হলদে ছাত্রীদের হাতে পোশাক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
পোশাক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ‘গার্ল গাইড ‘‘হলদে পাখি’’ কার্যক্রমের মাধ্যমে ছোট মেয়েদের সামাজিক মূল্যবোধ, ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং নেতৃত্ব দেয়ার মতো গুণাবলি বিকাশে উদ্বুদ্ধ করে থাকে।’
এসময় তাদের মাঝে পোশাক বিতরণ করা হয়, যাতে তারা এ কার্যক্রমের অংশ হিসেবে নিজেদের পরিচিতি লাভ করতে পারে। পাশাপাশি নিজেদের মধ্যে একাত্মতা ও শৃঙ্খলাবোধ তৈরি করতে পারে।