এর আগে থেকে তারা পল্লী বিদ্যুতের সিস্টেম সংস্কার এবং আরইবির শোষণ নিপীড়ন এবং নিন্মমানের মালামাল থেকে মুক্তির দাবিতে নেত্রকোণার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমতির কর্মকর্তা কর্মচারীরা গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে।
আরও পড়ুন:
কিন্তু এসকল দাবির প্রেক্ষিতে নেত্রকোণার এজিএম প্রশাসন ও এইচ আরকে সাময়িক বরখাস্ত করে জোরপূর্বক পটুয়াখালী সংযুক্ত করে। আজ আরও তিনজনকে সাময়িক বরখাস্ত করে।
সবশেষ এ ঘটনায় ৮০৯ জন কর্মকর্তা কর্মচারী অনির্দিষ্টকালের ছুটির আবেদন লিখে কর্মস্থল ত্যাগ করেন।