আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) মধ্যরাতে হিলি সীমান্তের সিপি ও মংলা এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে মালিকবিহীন এসব মাদক জব্দ করে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হিলি জিরো পয়েন্ট এবং
আরও পড়ুন:
মংলা ক্যাম্পে অবস্থান নেন। রাত ২টার দিকে ভারত থেকে একজন চোরাকারবারিকে দেশে প্রবেশের সময় ধাওয়া করতে গেলে তিনি ১টি বস্তা পানিতে ফেলে পালিয়ে যান। পরবর্তীতে বস্তায় থাকা ছোট ছোট পলিথিনে মোড়ানো ২ হাজার ৯৪০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। একই কায়দায় মংলা ক্যাম্প এলাকা থেকে আরও ১ হাজার ৪৭৫ পিস ইনজেকশন জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি সব সময় সীমান্তে কাজ করছে।
সীমান্তে মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ জানিয়েছেন।